এখন সত্যি দূরের বন্ধু, খুব কাছে
এসেও হয় না দেখা; কাঁদে না অন্তর।
সেদিন ছিলাম অনেক কাছের, অতি
প্রিয় বুকের ভিতর পুজোর প্রদীপ।
প্রেমের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে দিতে,
ভালোবাসার জল ছিটিয়ে সারা গায়ে
পাততে আসন; করতে সোহাগ কত
উপাচারে, ছিল নৈবেদ্যের আয়োজন।
হৃদয় ঘরে খুঁজলে আজও, পাও কি
ঘ্রান চুমুর কিম্বা আলিঙ্গনের কিছু!
মনের ময়ূর পেখম মেলে, নাচে কি
আর আগের মত সকাল সন্ধ্যা রাতে!
দূর বলে আজ দূরের কেন ভাবছো!
ভেবে দেখো, আজও কতো কাছের আছো।
-------------- ০ -------------
০৮ মার্চ ২০২২, ২৩ ফাল্গুন ১৪২৮, মঙ্গলবার, সকাল:০২:৫৪, কাব্যকুঞ্জ, নারায়নগঞ্জ।
(স্বত্ত সংরক্ষিত)