--------- কাজী এনামুল হক
শেমিজের নুনে ভিজে যায় আশ্বিনের দুপুর!
বাম গালের তিলে চুমুর চিহ্ন গলে যায়,
চোখের কাজল লেপ্টে দেয় ঘামঝর্ণা!
কোথা থেকে আসছে এতো আবেগ উচ্ছ্বাস বুঝে না মেয়ে,
একা একা পথ হাঁটে; পিচ ঢালা রাস্তায় টেনে ধরে স্যাণ্ডেল!
আহা মেয়ে! উত্তাল ঢেউ গোনে বুকের সমুদ্রে!
শুকনো নদীর জোয়ার কতোটা ভয়ঙ্কর,
কতোটা ভয়ঙ্কর চাঁদজ্যোৎস্নায় ভাটার টান!
কেউ তাকে বুঝায়নি, বলেনি জীবনের দুপুর বড়ো উত্তপ্ত,
ঝড়ে-ঝাঁপটায় ভেঙ্গে যায় ডালপালা ছিঁড়ে যায় কচিপাতা।
বছর ঘোরে না তবু বদলে যায় হিসাবের খাতা এক দুই তিন,
রেঁস্তোরার মোম নিভে যায়; চিকেন ফ্রাই স্বাদে ভরা রসালো।
আইসক্রিমের পেয়ালা থেকে ঠোঁট বেয়ে বুকের খাঁজেও
নেমে যায় চিরন্তন প্রেমের সাকিন; আশ্বিনের হিসেব ফুরোয়।
------------------ ০ ----------------
১৪ আগষ্ট ২০২২, ৩০ শ্রাবন ১৪২৯, ১৫ মহররম ১৪৪৩, রবিবার, সকাল: ০০:৩৮, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)