(তোমার জন্য, যে জানতে চাইলে)
।
সবাই বেঁচে থাকে,
বেঁচে থাকার সাথে সাথে কৌশলে মিথ্যে অভিনয় করে-
ভালো থাকতে হয়।
কারন মূলত মানুষ,
কোনভাবেই ভালো থাকতে পারে না; কারনে অকারনে-
দুঃখ পুষতে হয়।
-------------- -------------- --------------
১১/০৩/২০২০, বুধবার, রাতঃ১০ঃ১৭ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.