দুই চোখে মধুমতি কুলকুল বয়,
রূপসা তো আরো বেশী রূপবতী হয়।
কপোতাক্ষ সাজে গোজে বহু পুরাতন,
চোখে কেন ঢেউ তোলে ঝড়ের গর্জন!
বুকের বারান্দা জুড়ে সদা হা-হুতাশ,
চিন্তার চৌরঙ্গীতে স্বপ্নগুলোর লাশ।
আহারে জীবন পদ্মা মেঘনা যমুনা,
ভাসায় বন্যায় সুখ ধরেও রাখে না।
মোমবাতি পুড়ে পুড়ে তিমির আঁধারে,
দেখাতে পারে না পথ ক্লান্তিতে সবারে।
জোনাকী অভিমান করে জ্বালে না আলো,
মনে মনে বলি শুধু থাকো সবে ভালো।
এই চোখে বয়ে যাক মিঠে মধুমতি,
বানে আর তুফানে ডুবুক স্বপ্নসতী।
-------------- ০ -------------
০৯ মার্চ ২০২২, ২৪ ফাল্গুন ১৪২৮, বুধবার, সকাল:০১:৫০, কাব্যকুঞ্জ, নারায়নগঞ্জ।
(স্বত্ত সংরক্ষিত)