অন্তরে আগুন মুখে হাসি,
পরাণে বাজে করুণ বাঁশি।
কিশোরী  বেলার বন্ধু আসি,
ইঙ্গিতে দেয় মুচকি হাসি।

দাঁড়া রে বন্ধু আমিও আসি
কলসী লয়ে জলেতে ভাসি।
------------------ -------
১২/১২/২০১৮, বুধবার, সন্ধ্যাঃ ০৬ঃ১৭ মিনিট,
(+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.