আমি কখনো কাক মারার জন্য কাক'কে ফাঁদ বা মারণাস্ত্র তৈরী করতে দেখিনি।/
দেখিনি ইঁদুরের খাবারে কোন ইঁদুরকে বিষ মিশাতে।/
'মানুষ মানুষের জন্য' কথাটির চেয়ে আজকাল কাক কাকের জন্য বেশী বিশ্বাস্য মনে হয়।/
নাপে-নেউলে, কাক-কোকিল, দা-কুমড়া, আদা-কাঁচকলা প্রবাদতুল্য কথাগুলো শুনেছি,/
এখন মানুষ-অমানুষ শুনি, নারী-পুরুষ শুনি অথচ দু'টোই একই গোত্রীয় মানুষ নয় কি!/
মানুষইতো আজ মানুষ বিধ্বংসী রাসায়নিক মারণাস্ত্র হয়ে উঠছে দিন দিন ধ্বংসনৈপুণ্যতায়।/
-------------------- ০ -----------------
১৬ জুন ২০২১, বুধবার, সকাল: ১০:১০১ মিনিট
** / চিহ্নটি লেখার সাথে সম্পৃক্ত নয়। লাইন বুঝাতে ব্যবহার করা হয়েছে।