বুকে হাত দাও ধুক-ধুক শব্দ পাবে, ওখানেই থাকি সারাক্ষণ;
ওটাই ঠিকানা এখন, বসত-বাটি; ওখানেই পড়ে থাকে মন।
রোদ-বৃষ্টি-ঝড়, বর্ষা-শীত-বসন্ত, বারোমাস শুধু ভালোবাসায়
ঘিরে থাকি নরোম-স্পর্শে। আঁচলের ছায়ায় নীরব অস্তিত্বে।
তালুতে রোদের চূর্ণ্ শুকাই শ্রাবনের ধারায়, চাঁদের হলুদ
জ্যোস্নায় স্নান সেরে নেই কোজাগরী পূর্ণিমায়। গোধুলির
রঙে রাঙাই স্বপ্নের কুচিপাথর; নিঃশ্বাসে-প্রশ্বাসে বিশ্বাস
ধরে রাখি বুকের অতলে হৃদয় সোপানে সারা দিন-রাত।
নিকষ আঁধারে বকুলের ডালে হুতুমপেঁচা ডেকে গেলে বুঝি,
কোথাও বিকল হয়েছে সুখের সাম্পান; মধুমতি ইছামতি
যেদিন বুকে ধরে চাঁদ; পোয়াতী মাছের ফুলকায় বাতাসের
বুদবুদ দেখে স্বস্তি ফিরে আসে বুকের বাগানে ফোটা ফুলে।
খুঁজো না কখনো কোন উচ্চাভিলাষে; স্বাভাবিক জীবন যাপনে
কাঁচপাত্রে স্বচ্ছ্ব জলের মতো পাবে, ধুক-ধুক শব্দ হয় যেখানে।
------------------ ০ ----------------
১৭ জুলাই ২০২২, ২ শ্রাবন ১৪২৯, ১৭ জিলহজ্ব ১৪৪৩, রবিবার, বিকাল: ০৫:৩২, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)