অন্তর জানে পাহাড় ততোটা উঁচু নয়,
যতোটা স্বপ্ন।
আলোকরশ্মি ততোটা দ্রতগামী নয়,
যতোটা মন।
সকল বাধা অতিক্রম করে পলকেই
ছুটতে পারে।
কথার কথা নয় ভেবে দেখ একান্তে
দুচোখ বুঁজে,
বুকের মধ্য উথাল-পাথাল ঢেউ কেন
পাঁজর ভাঙ্গে!
কেন উতলা মন এক নজর কাউকে
দেখার জন্য!
রাতভর চোখে ঘুম থাকে না কোন দুঃস্বপ্নে!
কার আলিঙ্গনাভাবে দাউ দাউ আগুন বুকে!
------------------ -----------------
১লা সেপ্টেম্বর ২০২০, ১৭ই ভাদ্র ১৪২৭, ১২ই মহরম ১৪৪২, মঙ্গলবার, দুপুরঃ১২ঃ১৩ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.