‘সা রে গা মা পা ধা নি সা
সা নি ধা পা মা গা রে সা’
শুরুতে সা শেষেও সা
বলছিলাম হয়ে যাবে আচ্ছা।
হয়নি তা ছ এসে বাঁধালো যতো গণ্ডগোল,
জীবনে কোনদিনও শিখিনি গানের বোল।
প্রাথমিকে ব্যকরণ শিখানো হয়; উচ্চারণ
জানে না এখনো অনেক শ্রদ্ধেয় গুরুজন।
গড়ে ওটা আর গড়ে তোলা কোনোটা সহজ নয়
নিজে না জানলে অন্যকে শিখানো বড় দায় হয়।
দম নিয়ে কারসাজি পড়তেও লাগে শ্বাস,
কেউ করে কেউ করে না মোটেই বিশ্বাস।
প্রকৃত সাধুজন সুধিজন করে যান প্রয়াস,
একদিন ঠিক হবে হবেই করেন বিশ্বাস।
------------------ ০ ----------------
১৭ আগষ্ট ২০২২, ৩ ভাদ্র ১৪২৯, ১৮ মহররম ১৪৪৩, বুধবার, সকাল: ০১:১২, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)