একই ঢাকা শহর,
ছোট্ট এক লবনদানি-
১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটারের ক্ষুদ্রকণা।
রাস্তার এপার ওপার,
দেখা সাক্ষাৎ নাই তবু-
যে যার বেঁচে থাকার যুদ্ধে ব্যস্ততায় ইঁদুর দৌড় জীবনময়।
মধ্যরাতে বুকের মধ্যে,
ভেঁপু বাজিয়ে সাঁই সাঁই ছুটে যায়-
স্মৃতিবাহী অসংখ্য দ্রুতগামী রেলগাড়ী স্বপ্নকুঁড়ি থেতলে দিয়ে।
কেঁপে ওঠে মনজমিন,
ধুলো ওড়া রাস্তার পাশেই-
চোখের পাতায় ভেসে ওঠে সেই চিরচেনা প্রিয় চাঁদমুখখানি।
রুটি আর মদ ফুরিয়ে যাওয়া যেন সে এক কালের শূণ্যপাত্র,
ঘোলা চোখ, কালশিটে রক্তের ছোপ, চোখ ফেরাতে পারি না!
-------------- -------------- --------------
২৩/১০/২০১৯, বুধবার, রাতঃ১১ঃ৫২ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.