এতটা কষ্ট কিসে পেলে!
ভীষণ ভালো মেয়ে,
চলতো হেসে গেয়ে-
কষ্টগুলো পিছনে ফেলে।
যদি ধরো হাত দেখো ছুয়ে দেবো চাঁদ,
ছলাৎ ছলাৎ শিহরণে জীবনের স্বাদ।
-------------- --------------
২৪/০৮/২০১৯, শনিবার, সকালঃ ০৯ঃ৩৩ মিনিট, +(৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.