ওলট পালট হয় না কিছুই আর,
দূরন্ত বালিকা চলে গেছে খিলগাঁও।
দরজায় টোকা দিয়ে লুকায় না কেউ,
কাক কাক ডাকে না বালক মা’র কোলে।
বিছানায় লাফালাফি দাপাদাপি করে-
একটু পানি তো দাও; কেউ তো বলে না!
কাল থেকে বড় শূণ্যতায় কাঁদছে মন,
কেন যে চলে যায় প্রিয়জন থাকে না!
এটা করো, ওটা করো এভাবে ওভাবে,
ভুল হলেই কপাল কুঁচকে বলতো-
ইস্ কিছুই বুঝো না, দেখ আমি করি।
অপলক দেখতাম আর হাসতাম।
আমরা ছোটবেলা এমন করতাম
বড়দের কাছে বড় বিজ্ঞ সাজতাম।
------------- ০ -------------
২ আগষ্ট ২০২১, সোমবার, সকাল: ০৮:৪১ মিনিট, কাব্যকুঞ্জ।