হতাশা গিলে গিলে খাচ্ছে সব সময়,
মৃত্যুকে তুড়ি মেরে তবু, বেঁচে থাকার
নির্মোহ স্বপ্ন সাধ ইচ্ছে টুকু আঁকড়ে;
বৈরীতা পায়ে পিষে, চলে যাচ্ছি সামনে।
একদা বুড়ো লোক হাত নেড়ে বললো,
ওভাবে নয়; বাঁচো, বেঁচে থাকো বিশ্বাসে!
সেদিন বুঝি নাই তাঁর কথা, আজও
বুঝি না; মর্ম বাণী কোন অর্থে বর্ণিত।
একটি প্রাণ কোন অর্থে, বেঁচে থাকার
স্বপ্নের সাথে সন্ধি করে থাকে; অন্তত
নিদেন পক্ষে বাঁচা মরা নিয়ে, সঙ্গত
কারণ কিবা থাকে পিছে তার বাঁচার!
দেখেতো ণীরূ, বেঁচে আছি নাকি মরেই-
বাঁচার ভাণ করে পড়ে আছি এখন!
------------------ ০ ----------------
৯ জুলাই ২০২২, ২৫ আষাঢ় ১৪২৯, ৯ জিলহজ্ব ১৪৪৩, শনিবার, সকাল:০১:০২, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)