বেশ লেগেছে কাচ্চিবিরিয়ানি বোরহানি চাটনিটাও
সালাদ কাবাব আর জর্দা,
কাচা মরিচ বাড়িয়ে দিয়েছে রুচি অনেক খানিক।
চিকেন রোষ্টে লবনটা স্বাদ মতো হলেই গোটা পাঁচেক
সাবাড় করে দেয়া যেত,
আন্তরিক আপ্যায়নে রাশি রাশি মুগ্ধতা ছিল অনিঃশেষ
আলাপচারিতায় ছিল জন্মভূমির মন জুড়ানো সন্তুষ্টি
জন্মনাড়ী পুঁতে রাখা মাটির ঘ্রাণ
দেশ, গ্রাম, মডেলস্কুল বীণাপাণি থানাপাড়া গেটপাড়া।
'মিশনের' বাঁধানো ঘাট গীর্জার ঘণ্টা, পরিচিত মুখগুলো
বার বার টোকা দিয়ে গেল বুকে
ফেলে আসা দিনগুলি; বেদগ্রাম পৌরপার্ক সিনেমা হল।
অগনিত ওই তারাদের মতো ছড়ানো ছিটানো মুহুর্তগুলি
বিজলির মতোই চমকে গেল মনজুড়ে স্মৃতির আকাশে।
------------------- ০ ----------------
২৭ ফেব্রুয়ারী ২০২, ১৪ ফাল্গুন ১৪২৮, রবিবার, সকাল:০১:২৬, কাব্যকুঞ্জ, নারায়নগঞ্জ।
(স্বত্ত সংরক্ষিত)