যাই বললেই যায় না যাওয়া কভু,
মবের খবর মন জানে না, না প্রভূ!
রাত পোহালেই সব স্মৃতি হয়ে যায়,
একা পড়ে রই শুধু মায়া মমতায়।
জানার মাঝে অজানা সব; চারিপাশে-
চেনার মাঝে অচেনা রয় ছদ্মবেশে।
ফণা তুলে হিস-হিসিয়ে জিহ্বা দেখায়,
ক্ষুধিত পাষান যেন চেটেপুটে খায়!
বুকের মাচানে ঝিঙ্গে, লাউডগা স্বপ্ন-
বেয়ে যায় অসীম সীমায়; ছিন্নভিন্ন
দু:স্বপ্ন ঝরে পড়ে সহসা, নিদ্রাহীন
রাতের আঁচল ছিঁড়ে বাজে নীলবীণ!
অমলিন স্মৃতি বুকজুড়ে সারাক্ষণ
হাসায় কাঁদায় বিচলিত করে মন।
-------------------- ০ ---------------
০৫ ফেব্রুয়ারি ২০২২, ২২ মাঘ ১৪২৮, শনিবার, বিকাল:০৪:৩০, কাব্যকুঞ্জ, নারায়নগঞ্জ,
(স্বত্ত সংরক্ষিত)