ও মনের কাছাকাছি আছি সারাক্ষণ,
তবু দৃষ্টির আড়ালেই রই দু’জন।
কথা বলি কুশল জানি একে অন্যের,
মন ভরে না কারো কষ্টটা বিরহের।
সন্ধ্যায় চাঁদের মুখে দেখি ওই মুখ,
মনের বাগানে ফোটে ফুল; প্রেম সুখ।
কবে আর হবে দেখা মুখোমুখী এসে,
জড়িয়ে নেবে বুকে গভীর ভালোবেসে।
দেখা নেই কতোদিন; পাশাপাশি হেঁটে
যাই না কোথাও দূরে কমলা বিকেলে।
বাদাম চিবুতে চিবুতে কথা বলি না,
কতোকাল দেখা-সাক্ষাৎ দু’জনে হয় না।
শালপাতা পড়ে আছে সবুজ ঘাসেতে,
অনন্ত পিপাসা জমেছে দুই চোখেতে।
------------------ ০ ----------------
২২ জুলাই ২০২২, ৭ শ্রাবন ১৪২৯, ২২ জিলহজ্ব ১৪৪৩, শুক্রবার, রাত: ০৯:৫৬, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)