নাকের কাছে বার বার হাত নিয়ে কি পরখ করছ?
শ্বাসটুকু ফুরিয়েছে কি না!
বাঁশ-কাপড়, জায়-জোগাড়,
এ সব নিয়ে চিন্তা হচ্ছে খুব! তাতো হবারই কথা।
।
মরার গন্ধ সইতে পারেনা আপন পর কেউ, স্বাভাবিক
কিন্তু মরার আগেই কৌতুহল,
প্রমাণ করে সম্পর্কের রহস্য।
প্রেমপ্রীতি -হৃদ্যতার হালখাতা! বাকি বকেয়া হিসাব।
।
চামচে করে কেন জল দিচ্ছ মুখে;৷ কি হচ্ছে এসব!
গ্লাসেই চুমুক দিতে পারি,
গামলার পান্থায়, ওষ্টযুগলে-
মুখ থেকে জল গড়িয়ে পড়ে কি না তাই দেখছ বুঝি।
।
নিশ্চিত হতে চাইছ বেঁচে আছি , না কি বেঁচে গেছি!
কি আসে যায় তাতে?
অনেক আগেই পথে।
কেউ না জানুক মন জেনে গেছে সে মর্মান্তিক খবর!
।
আহ্! এত চিমটি কাটছ কেন? খুব যে ব্যাথা পাচ্ছি।
রক্তস্রোত এখনও তো বইছে,
অনুভুতিও ভোতা হয়ে যায়নি।
নুন-ঝাল-টক সব ঠিকঠাক বুঝি, তিতা মিঠা তাও।
।
রোদ-জল গায়ে লাগলে বলে দিতে পারি অনায়াসে,
উত্তর শিথান করে শুইয়েছ?
কি হাস্যকর! ভাবছ সময় নেই।
কে বলেছে? ঘড়ির টিকটিক শুনতে পাচ্ছি রীতিমতো
।
এত ভাবনা কেন বলো? মৃতদেহটা দান করে দিয়েছি,
চিকিৎসাবিদ্যার ছাত্রছাত্রীদের,
ওরাও যদি লাশ পছন্দ না করে
আঞ্জুমানে মফিদুল ইসলাম তো আছেই, লুফে নিবে।
।
সর্বপ্রকার মুক্তি দিতে কোন রকম কার্পণ্যতা করিনি,
তবু কেন এহেন আচরণ!
আশপাশ ছাড়ছ না কেন?
চুলের ঘ্রাণ, শরীরকস্তুরীবাসে মন যেন কেমন করে!
।
মৃত্যুযন্ত্রণা ভুলে আরো কিছুক্ষণ বাচতে ইচ্ছে করে,
এতবার মনে করো বলেইতো
বিদায় বলাটা হয়ে উঠছে না।
কিন্তু কেন? পাতা সংসারে ভাঙ্গাছাতা টানাটানি কেন!
।
ওরা থাকলো, যে জমিন ফুঁড়ে ওদের কিশলয় বিকাশ
সবুজে সবুজে ভরে উঠুক,
ফুলে ফলে আর দুধে ভাতে।
সুখঝাড়বাতিটা মাথার উপরে; ঝড়তুফানের আশ্রয়।
।
হাত সরিয়ে নাও, চামচ ধুয়ে রাখো, নখ ছোট করো,
স্বাভাবিক যাত্রাই যেন হয়,
আর নয় অনেকতো হলো।
এবার বিদায় বলো, দক্ষিণের জানালাটা খুলে দাও।
।
পায়রাডানায় উড়ে যাবো, তুলো মেঘে ভেসে বেড়াব।
তারায় তারায় জ্বলবো,
চাঁদকপালে টিপ হবো।
বৃষ্টি হবো বৈশাখে; শিশির হবো কার্তিকের সকালে!
।
সর্ষের ফুল হবো, কুয়াশার আচলে লুকোচুরি খেলব,
শাড়ী সামলে পথ চলো,
ভুলে রেণু মেখোনা গায়ে।
ঘাসের ঠোঁটে হব মুক্তোকণা, মাড়িয়ে দিও না ভুলে।
।
গন্ধরাজের ডালে দেখ পাপড়ি মেলবো, বেলী হবো-
খোঁপায় গুঁজো না, কানেও না,
মালা গেঁথো না সারারাত জেগে-
না পারলেও যেও ভুলে, চলেই গেলে যাকে ফেলে!
------------------ ------------------ ----
১০/১১/২০১৮, শনিবার, সকালঃ ১১ঃ৫১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited