চুমুকে চুমুকে চাই মৃতসঞ্জীবনী সুধারাশি,
নিঃশ্বাসে নিঃশ্বাসে চাই ভালোবাসাবাসি।
চোখে চোখে চাই চাঁদ তারাদের হাসাহাসি,
মনে মনে চাই বাঁজাতে গোপন প্রেমবাঁশি।
বুকে বুকে চাই বিশ্বাস বেঁচে থাকার সাহস,
মুখে মুখে চাই মধুতৃষ্ণায় একটু অমৃতরস।
পায়ে পায়ে চাই বাধা বন্ধনহীন সুপথ চলা,
জনে জনে চাই সর্বদা শুধু সত্য কথা বলা।
হাতে হাতে চাই মশাল প্রতিবাদের প্রতিজ্ঞা,
প্রাণে প্রাণে চাই প্রকাশ্যে মন্দকে অবজ্ঞা।
নিজে নিজে চাই মগ্নতা আপন কাজে সবে,
ঘরে ঘরে চাই সত্যের সৈনিক, বিজয় হবে।
নতুন নতুন চাই স্বপ্ন সুখ দুঃখে চিরটাকাল,
হৃদয়ে হৃদয়ে চাই হৃদ্যতা সোনারোদ সকাল।
----------------------- --------------------
১৩ই ডিসেম্ববর ২০২০, ২৮শে অগ্রহায়ণ ১৪২৭, ২৬শে রবিউস সানি ১৪৪২, রবিবার, রাত:১১:৫১ মিনিট, (+৬),
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.