ধরলে তো লাল করবই,
অমন তুল তুলে গাল গোলাপ পাপড়ি ঠোঁট
একটু টিপে না দিলে ফুলেতো বেলুন হবে
অভিমানীর মান তো ভাঙ্গাবই।
।
বৃষ্টি যখন ঝরাত জল,
বর্ষার ময়ুরী যে পেখম মেলে নাচত, ভুলিনি
মিলনাকাঙ্ক্ষায় পোড়া বুকের দীর্ঘশ্বাসে যেন
অন্তর পুড়ত ধুয়ে যেত কাজল।
।
ছলছল চোখের নীরব ভাষা,
ছুঁয়ে যেত হৃদয়ের অতল গহীনে প্রাণ ভোমরা,
আলিঙ্গনে আত্মজসমর্পন লতাপাতা, ফুলফল
কানায় কানায় পূর্ণ ভালোবাসা!
।
সবকিছু যায় না ভূলা, লোকে বলে শুনি, ভুলে যায়
মিথ্যে অভিনয় সব, স্মৃতিরা বুকের ভাঁজে রয়ে যায়।
-------------- -------------- --------------
৩০/০৬/২০১৯, রবিবার, সকালঃ১১ঃ৪১ মিনিট, (+৬)
Unauthorised use or reproduction for any reason is prohibited.