খুব বেশী প্রিয়জনের ভালমন্দ সবকিছু খুঁটে খুঁটে কখনো দেখতে নাই,
খুঁচিয়ে খুঁচিয়ে তুষের আগুন উস্কে দেওয়ার মত সব নীরবতা ভাঙ্গতে নাই।
জানতে নাই দুঃসময়ের প্রলেপে ঢাকা পড়ে যাওয়া,
একান্ত ব্যক্তিগত অব্যক্ত কথা; ছোটখাটো অপূর্ণতা।
ওসব বড় বড় রুই-কাতলার মত রহস্যজালে ঘেরা থাকাই বরং শ্রেয় মনে হয়,
ক্ষতগুলো ঘেঁটেঘুঁটে ঘা বাড়িয়ে দিলে ব্যথা বাড়ে কেউ সে ব্যথার যন্ত্রণা বুঝে না।
--------------------- ---------------------
১৫ই মে ২০২০, ১লা জ্যৈষ্ঠ ১৪২৭, শুক্রবার, সকালঃ১১ঃ৪৪ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.