যমুনার নীল জলে গা ভিজিয়ে,
পানকৌড়ির মত ডানা ঝাঁপটা দিয়ে যখন সোজা দাঁড়ায় টানটান-
ষোড়শী নীলাভরনা; বুকের মধ্যে মেঘের মত ডেকে ওঠে নিরাভরণা
পোড়া ফাল্গুনের বসন্ত বাসনা!
।
চুল আর শরীর থেকে টুপটাপ টুপটাপ ঝরে পড়ে যমুনার জল,
মনে পড়ে বৃষ্টি সেই রাতে এমনই ছিল কি মধুর টাপুর টুপুর।
-------------- ----------------------- --
১১/০৬/২০১৯, মঙ্গলবার, বিকালঃ০৩ঃ৪১ মিনিট
Unauthorised use or reproduction for any reason is prohibited.