'বৃষ্টি', এসো না এক পশলা বৃষ্টি হয়ে,
ভিজি কিছুক্ষণ। শীতল স্পর্শ প্রলেপে
প্রশান্তি খুঁজি দাবদাহে পোড়া এ প্রাণে।
আহ্! এসোই না, লজ্জা কি ঘনিষ্ঠতায়।
।
বুকের খোলস খুলে মিলেমিশে যাই,
আপেল বাগানে স্নান রহস্য গহ্বরে।
আদিমতা ভুলে মানুষ থাকতে পারে!
ফোটা ফোটা বৃষ্টি জল হৃদয়ে জমুক।
।
এখন বৈশাখ, জ্যৈষ্ঠ ছুঁই ছুঁই যেন,
তবু দেখ আগুন হাওয়া চারি দিকে।
শুকনো ঠোঁট, বুক, হৃদয়ের অতলে
ভাঁটার টান; এসো না ভিজতে ভেজাতে।
।
বসে আছি জলের আশায়, পাই যদি
ভিজাব ঠোঁট, জিহ্বা, বিরহী মরা নদী।
-------------- -------------- --------------
১৩/০৫/২০১৯, সোমবার, রাতঃ০৮ঃ৪৯ মিনিট, (+৬)
Unauthorised use or reproduction for any reason is prohibited.