লম্বা তালিকায় চুলের ফাঁকে গুঁজে রাখা বেলীটি যেন,
বন্ধুত্বের ফলক টাঙ্গিয়ে রাখা! আসলে কে কার বন্ধু।
।
যোগাযোগের সব দরোজা বন্ধ রেখে স্বাগতম জানানো,
অধুনা বন্ধুতা! ভয় হয় কাদের সঙ্গে মুক্তমন আলাপন।
।
হাজার মাইল দূর থেকে ডাক শুনে যে খিড়কি এঁটে দেয়,
হয়ত ঝামেলা ভাবে সে বন্ধু! তাকে বন্ধু বলতে অজ্ঞান।
------------------ ------------------ ----
০৯/১০/২০১৮, মঙ্গলবার সকালঃ১১ঃ১১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.