বন্ধন বুকে আগলে রাখার অমূল্য জিনিস,
ফেলে রাখলে টানাটানি আর টানাপোড়েনে-
শিথিল হতে থাকে; এক সময় খুলেও যায়।
।
আত্মিক বোঝাপড়া, সহমর্মিতা, আর বিশ্বাস
কোনোটার ক্ষুদ্রতম অভাব হলেও সম্পর্ক, বন্ধন
বা হৃদ্যতা টিকতে পারে না, ভেঙ্গে যায় চিরতরে!
------------------ ------------------ ------------------
২৫/১০/২০১৮, বৃহস্পতিবার , সকালঃ ০৯ঃ৫১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.