কি বলি কি বলি করে আর বলাই হলো না কথাগুলো,
রয়েই গেল বুকের মধ্যে দুধশাড়ী ন্যাপথলিনের ভাঁজে।
।
ছারপোকা, আরশোলা, ইদুর বড় বেশী বেরসিক বটে,
দিন নাই রাত নাই আচমকাই কামসিক্ত জিহ্বায় চাটে!
।
কাঁচলের ভাঁজে গুঁজে এনেছিলে যে চিঠি গোপনে হাতে দিতে,
দাওনি ফিরে গেছ ইশারায় বুঝিয়ে দিয়েছো সবটুকু ব্যার্থতা।
-------------- -------------- -------------- -------------- --------------
২০/০৬/২০১৯, বৃহস্পতিবার, রাতঃ১১ঃ৩৬ মিনিট, (+৬)
Unauthorised use or reproduction for any reason is prohibited.