আওনের ঠিক নাই যাওনেরও না,
এমন বাদলা দিনে মন তো মানে না।
ক্যামনে যে কই তারে কিছু কি বুঝো না,
ঘরেতে চাঁদ রাইখ্যা পিদিম খুঁজো না।
ওপাড়া বসত করে পরাণের সই,
মনে কয় তারে ডাইক্যা দুকথা কই।
তাজ্জব হয়্যা শুনি মুখে আজব কথা,
সত্যি কই বুকের পাঁজরে লাগে ব্যথা!
মিনসে নাকি ওই পাড়ায় খুব যায়,
কার টানে কিবা সুখ অন্য ঘরে পায়!
ভাইব্যা চিন্তা কুল কিনার নাই পাই।
শরমে এই সুরত ক্যামনে দেহাই!
সোনার যৈবন আজ বৃথা বুঝি যায়,
আমার নায়ের মাঝি কোন দরিয়ায়!
------------------- -------------------
৮ই নভেম্ববর ২০২০, ২৩শে কার্ত্তিক ১৪২৭, ২১শে রবিউল আউয়াল ১৪৪২, রবিবার, দুপুরঃ০১ঃ২১ মিনিট, (+৬),
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.