কতো করে ডাকি
কতো ভাবে ডাকি
শুনতে কি পাও না; মনের আহাজারি!
দেখা হলে হেসে
বলো ভালোবেসে
তুমি কি ডাক দিতে পারোনা ইচ্ছে হলে!
এতো ডাকাডাকি
কেন দাও ফাঁকি
জানি একা নিরালে ঠিকই মনে পড়ে,
লাজে ভয়ে ভাবো
যাবো কিনা যাবো
সময় বয়ে যায় বিরহে পোড়ে বুক!
‘বুক ফাটে তবু মুখতো ফুটে না’ জানি
মনে মনে যতো কথা মুখে তা বলোনি।
---------------- ০ ----------------
২৫ অক্টোবর ২০২১, ০৯ কার্তিক ১৪২৮, সোমবার, দুপুর:০১:৪১, কাব্যকুঞ্জ,
(স্বত্ব সংরক্ষিত)