বিজয় মিলেছে স্বাধীনতা নয় ওটা আজও ঠিক সোনার হরিণ,
স্বাধীন ভাবে শুধু জন্মটাই হয়ে থাকে-
আর তার পর পরই হাতে-পায়ে-মুখে পরাধীনতার বেড়ী পড়ে যায়।

মানুষ মূলত কোনদিন সত্যিকারের স্বাধীনতার স্বাদটাই পায় না,
যত বড় হতে থাকে বয়স বাড়তে থাকে-
ততই সীমাবদ্ধতা বাড়তে থাকে বাড়ে দায়বদ্ধতা আর শাসন-শোষণ।
----------------------- --------------------
১৫ই ডিসেম্ববর ২০২০, ৩০শে অগ্রহায়ণ ১৪২৭, ২৮শে রবিউস সানি ১৪৪২, মঙ্গলবার, সকাল:১১:২০ মিনিট, (+৬),
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.