স্মৃতিগুলো জোড়া লাগতে লাগতে, লাগতে লাগতে...
এখন আর টুকরো টুকরো নাই,
অনেক বড় এবং বেশ ভারী ভারী হয়ে গেছে দিনদিন,
বুকের বোঝাগুলো কাঁধে নিয়েও-
পাঁজরে আজ স্থান সংকুলান হচ্ছে না কোনোভাবেই।
মানুষ বড় অসহায় বিচিত্র প্রাণী নশ্বর জগত সংসারে,
অতীতের সব স্মৃতি পুষে রাখে,
বিভোর হয় ভবিষ্যতের অলৌকিক স্বপ্নে সময় অসময়,
বর্তমানকে চিবিয়ে খায় শুকনো
চিড়ের মতো। না গুড়-কলা-দুধ বা সামান্য পানির ছিটা।
অতীত পিছনে টানে ভবিষ্যৎ সামনে দেখায় মরিচিকা,
স্মৃতিগুলো চেতনার গায়ে যেন
কালো চাদর। জগদ্বল পাথরের মতো বর্ষীয়ান কচ্ছপ
বুকের ডোবায় নিথর। চিন্তা ও
চেতনায় ভাবনারা বেড়ে ওঠা শাসিত দুধসাদা দূর্বাঘাস।
জীবন এক সুতো কাটা ঘুড়ি ভোঁ ভোঁ উড়ছে তো উড়ছে কেবল,
জানে না গোপনসত্য কখন কোথায় কিভাবে পড়বে মুখ থুবড়ে!
------------------ -----------------
১৪ই মে ২০২১, ১লা জ্যৈষ্ঠ ১৪২৮, ১লা শাওয়াল ১৪৪২, শুক্রবার, দুপুর:০১:৪০ মিনিট
Unauthorized use or reproduction for any reason is prohibited.