এত করে বুঝাই,
তবু সেই হু-হা
ওইটকুই সার আর কিছু নয়,
মন মন্বন্তরের এই দিশেহারা দূর্ভোগের দিনে
এ কেমন ব্যধিতে এমন নাজেহাল মরণ দশা!
এমন পূর্ণিমা রাতে,
ঘুমাও ক্যান পইড়া
চোখে নিয়া আজদাহা আন্ধার,
কওতো দেখি একবার কোন নায়ে উড়ালে বাদাম,
পিরীতির পবন বয় কোন সে সাগরের বুকের উপর।
ভাণ-ভণিতা বুঝি না,
নয়-ছয়, লক্কর-ঝক্কর
ছল-চাতুরী ছল্লি-বল্লি তাও না,
ঝুট-ঝামেলা, কুট-ক্যাচাল কখনো করি না বলে যে,
কিছুই বুঝি না তাতো নয়; অল্প-সল্প কমবেশী বুঝি।
চিমটি কাটলে ব্যথা পাই,
চোখ টিপলে সাড়া দেই
দুধের বাটিতে ঢকঢক চুমুক দেই,
ফুলে মধুর ঘ্রাণ পেলে মৌমাছি হয়ে যাই পলকে,
প্রজাপতি হই বসন্তে লাল-সাদা-কালো গোলাপে।
কখনো নিমন্ত্রণ পেলে,
মাথা রাখি রমণীয় বুকে
সন্তপর্ণে নিবিড়তম আলিঙ্গনে,
ভালোবাসা কুড়াই কাঙ্গালের মত ছয় ঋতু বারো মাস,
বসন্ত ফুরায় না; কুহুতান অবিরাম প্রতিদিন প্রতিক্ষণ।
যারা ঘৃণা করে,
যারা ভালোবাসে
আর যারা দূরে বসে ভাবে,
কোনই তফাৎ খুঁজি না কারো মানবিক স্বভাব চরিত্রে,
কারণ সবার প্রেম বা ভালোবাসা এক নয়, ভিন্ন মাত্রায়।
কেউ বুকে টানে,
কেউ অন্দর মহলে
কেউ ডাকে ঘর বা বারান্দায়,
মনের ঘরবাড়ী আসবাবপত্র সবাই চিনে না বুঝেও না,
বিরান বুকের বারান্দায় দিনরাত শালিক চড়ুই সরব।
আঙ্গিনায় কেউ,
রেখে যায় দাগ
আলতারাঙ্গা পায়ের, নখের,
দুচারটে ঝরে পড়া বেণীর ফুল, চুল, ভাঙ্গা চুড়ি, দুল
লিপিষ্টিকের কড়া ছাপ; কেউবা বালিশে চোখের জল!
রতির এঁটো ঝুটা,
বাসি বিছানায়
এলোমেলো বাসনা বিন্যাস,
বিলাসী কামনার আগুনে পোড়া দীর্ঘশ্বাস সারা ঘরময়,
যে যায় ফিরে আর আসে না; স্বার্থের পোয়াবারো হলেই
কাকের কালো ঠোঁটে,
ভোরের আযান হলে
খবর ছড়িয়ে পড়ে দালালের কানে,
এই প্রেম ভালোবাসা সম্পর্ক সবই যেন বাণিজ্য নির্ভর,
আলোতে সবাই সাধু-সতীসাদ্ধি অন্ধকারে নিজস্ব রূপ!
কে চিনে কাকে?
প্রত্যেকের আছে
ব্যক্তিগত রঙ্গিন পর্দার আড়ালে,
আধুনিক অন্ধকারে নিজস্ব লুকোচুরি নিজেরই সাথে,
নিলামের ঢোলে দেয় বাড়ী নগর নাগর জৈবিক আসরে।
বেলা শেষে যে যার,
একান্ত নিজের পথে
কারো সাথে কেউ নেই সাতেপাঁচে,
মায়া আর ছলনার ঝরা পালক পড়ে থাকে স্নান শেষে,
এই শুধু জাগতিক নিয়মের নিগড়ে গড়া রহস্যময়তা!
মন তবু বুঝে না,
বেহায়া ভিক্ষুকের মতো
হাত পাতে বুক পাতে সুখ পেতে,
জগৎ ভুগছে ভালোবাসার মন্বন্তরে রাতের চোরা জ্বরে,
তৃষ্ণায় বুক শুকায়, কেঁপে কেঁপে ওঠে তার ক্লান্ত শরীর!
-------------------------- -------------
২৮শে ফেব্রুয়ারী ২০২১, ১৫ই ফাল্গুন ১৮২৭, ১৫ই রজব ১৪৪২, রবিবার, সন্ধ্যা:০৬:৪১ মিনিট, ঢাকা
Unauthorized use or reproduction for any reason is prohibited.