কোনদিন জন্মেছিলাম? না কি জন্ম হয়নি কোনদিন! মায়ের গর্ভে
তবে আজও কি লুটোপুটি খেলছি; সময় হয়নি পৃথিবীতে আসবার!
গো-ক্ষুরাগর্তে একি বিস্ময়াভিভুত বসবাস! আহা জীবন একবার না
বার বার জন্ম হোক; একবারে হয় না দেখা পৃথিবীকে না তোমাকে।
বিচিত্র চিত্র বুকে নিয়ে এই মাটির প্রলেপ কেমনে সয়ে যায় সবটা!
অবাক লাগে, রক্ত ও জলে ভিজে, আগুনে ও রোদে পুড়ে, উপড়ে
নেয় বুক থেকে গর্ভভ্রূণ, তবু কিছু বলে না; মরে গেলে কি আদরে
আবার গর্ভে পুরে নেয়, আয় বাছা, বড় ক্লান্তিতে কাটালি সময়টা।
সত্যি কি জন্মেছি? তবে মরণ কেন? কেন নয় অনাদি অনন্তকাল-
ধরে ওই মুখ দেখা, ওই প্রেমে ভালোবাসায় কব্জি ডুবিয়ে দুধভাত!
ইঁদুর দৌড় প্রতিযোগীতায় কেন এ নগ্নরূপ রহস্য পসরা খুলে বসা?
আত্মতৃপ্তিহীন জীবন বাজারের থলের মতো কেন বল বয়ে বেড়ান!
বার বার জন্ম হোক মৃত্যু যদি সত্য হয় কামনা বাসনা না মিটিতে,
জন্ম জন্ম ধরে শুধু বুঝতে চাই কোন লীলা অবহেলা জীবনজুড়ে!
------------------ ০ -----------------------
১৩ নভেম্বর ২০২১, ২৮ কার্তিক ১৪২৮, শনিবার, রাত:১০:৪৯, কাব্যকুঞ্জ।
(স্বত্ত সংরক্ষিত)