(লেখাটি বিশেষ শ্রেণীর উদ্দেশ্যে, যারা নিজেদের উৎপত্তি ভুলে বিপত্তির বুৎপত্তি ঘটায় সমাজ সংসারে, ঘর থেকে রাস্তায় নামে নেচে নাঙ্গা হতে)
।
হায়রে ললনা করো কতো কি ছলনা!
বুঝালে বুঝো না সৃষ্টি রহস্য কতো না!
ছিল না অভিপ্রায় স্রষ্টার নিজেরও,
'হাওয়া' এলো হাড়ে; নয় সে মাটিতেও।
।
শুধুই নর করেছিল সৃষ্টি বিধাতা,
তখন ছিল না নারী ক'জন জানো তা?
যদিও জানো মানো না মুখেরই জোরে,
রাতে গলাগলি, গালাগালি শুরু ভোরে!
।
পুরুষ ভালো না মুখে মুখে শুনি শুধু,
পুরুষের ঘরে তবে কেন নারী বধু!
বাঁকা হাড়ে তৈরি তাই বুঝি বাঁকা কথা,
সোজা করা নয় সোজা, বাড়ে বড়ো ব্যথা।
।
সৃষ্টি কেন করেছে স্রষ্টা, তা জানো আগে,
তারপর ভাবো, সত্যি কোন কাজে লাগে!
-------------- -------------- --------------
১৮/০৫/২০১৯, শনিবার, সকালঃ ০৯ঃ২৬ মিনিট,(+৬)
Unauthorised use or reproduction for any reason is prohibited.