০১.
তৃষ্ণা
।
সকাল হতেই আজ এত যে মেঘ-বৃষ্টি
তবু কমছে না গুমোট গরম।
ঘামছে নাক, মুখ, বুক মাথার তালুও
নুনস্রোতে সিক্ত গোপন শরম।
অতৃপ্ত তৃষ্ণায় হুহু করে ছাড়িয়ে যাচ্ছে
রমণীবক্ষের কম্পিত উত্তাপও!
---------------- --------------
দুপুরঃ০২ঃ২৬ মিনিট
।
০২.
তবু ফিরে যাও
।
বাষ্পায়িত সাদা মেঘের মত ইচ্ছে হলেই,
পরীর ডানায় উড়ে আসো জানালায়।
বুকের মরুতে যে দু'ফোঁটা প্রেমময় বর্ষণ
তৃষ্ণার কাছে ও যৎসামান্য।
ভিজে না ঠোঁট, শুকনো বুক মরা নদীর বাঁক
তবু পলকেই ফিরে যাও!
--------------- --------------
দুপুরঃ০২ঃ৩১ মিনিট
।
০৩.
তোমার মন জানে
।
টি এস সি'র দূর্বাঘাস উদাস চেয়ে আছে, কতোদিন,
আসবেতো আবার উচ্ছ্বল-উচ্ছ্বাসে সুস্থ হলে পৃথিবী!
বসব ঠিক তোমার পাশ ঘেঁষে আলতোস্পর্শে
নড়ে চড়ে একটু সরে বসার ভাণে তুমিও বসবে উরুছুঁয়ে।
কেউ না জানুক,- তোমার মনতো জানে, ঠিকই জানে-
পড়ার টেবিলে দিনরাত বইয়ের পাতায় কোন মুখ ভেসে ওঠে!
--------------- --------------
দুপুরঃ০২ঃ৩৮ মিনিট
।
০৪.
শশীসাম্পানযাত্রী
।
প্রেমে পড়া ঠিক কাকে বলে আজও তা বুঝতে পারিনি,
জানি না কেন সেই হাসিমুখ স্মৃতিপটে ভাসে!
প্রবল আষাঢ়ে পোড়োবাড়ীর সেই স্মৃতিময় বাদলারাত,
এ জীবনে আর ভুলা হবে না বজ্রডাকে আলিঙ্গনাবদ্ধ।
তারপর নির্ঘুম রাত, আহা সাপের মত চার পা পেঁচিয়ে
অনন্তকালের সুখস্রোতে ভাসা দু'টি শশীসাম্পানযাত্রী!
--------------- --------------
দুপুরঃ০২ঃ৪৭ মিনিট
।
০৫.
তামাটে চাঁদ
।
মনে আছে সেই জোড়া গোখরোর কথা,
জানালার পাশে হাসনুহানার ডালে অদ্ভুতালিঙ্গনাবদ্ধ!
ভয়ে জড়োসড়ো তুমিও মুখ গুঁজলে বুকে,
সাপের মতই ঋতুমতী রতিরসাস্বাদনে পরাণে পরাণ সমর্পণ।
ফর্সা চিবুক রতির আগুনে পুড়ে তামাটে চাঁদ,
আহা চাঁদ! নিরাবরণ চাঁদ, শৈল্পিক সৌন্দর্যসম্ভোগে মধুময়!
--------------- --------------
বিকালঃ০৩ঃ৩৮ মিনিট
৫ই আগষ্ট ২০২০, ২১শে শ্রাবন ১৪২৭, বুধবার, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.