হারায় না কিছুই বদলে যায় শুধু,
সময় স্মৃতি ধরে রাখা যায় না কিছু।
সবইতো থেকে যায় জীবনের পিছু
বদলে যায় আত্মীয় স্বজন-কূজন।
নীরব ঘাতক হয় নিঃসঙ্গ দুশ্চিন্তা,
ঘাড়ের উপরে খড়গ ধরে; দুঃসহ
যন্ত্রনায় জীবন দাপায় দিনরাত
ঘুমের বদলে চোখের জল ভাসায়।
আয়না বলে দেয় সব সত্য আলোতে
আঁধারে; নিঃশ্বাস বিশ্বাস করা বোকামী;
ঘড়িতে এলার্ম দেই শুবার সময়
কি হাস্যকর তবু দেই প্রতিরাতেই।
ভোর হয় সূর্য় ওঠে কেউ জাগে, কেউ
আর জাগেই না; বদলে যায় নিয়ম।
------------------ ০ ----------------
৭ আগষ্ট ২০২২, ২৩ শ্রাবন ১৪২৯, ৮ মহররম ১৪৪৩, শুক্রবার, সকাল: ০১:১০, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)