(কৃতজ্ঞতা ও উৎসর্গঃ শোভা'কে)
।
"গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই,"
আজন্ম খুঁজেছি পথের দিশারী কোথা গেলে বল পাই!
হৃদয়ে যাহারে আপন ভেবেছি গোপনে করেছে পর,
ভালোবাসা দিয়ে আঘাত পেয়েছি সারাটা জীবন ভর।
অন্তরে শুধু সবারে ভেবেছি আপনার চেয়ে আপন,
ভুল যে করেছি পলে পলে বুঝে কষ্ট করেছি গোপন।
বুকের পাঁজরে ব্যথার অক্ষরে লিখেছি অনেক স্মৃতি,
ভুলতে পারি না চোখের পাতায় ভাসে কত প্রেমপ্রীতি!
ভুলতে চাইলে যায় নাতো ভুলা সব স্মৃতি সব কথা,
কেমনে যে বুঝাই বিরহ যাতনায় সারা অঙ্গে ব্যথা!
রংতুলি হাতে ছবি আঁকি বসে যদি মন খারাপ লাগে,
আসে না সুজন দু'বাহু বাড়ায়ে বুকে নিতে অনুরাগে।
আহারে জীবন এতো ভালোবাসি জীবন বাসে না ভালো,
মনের দুয়ার খুলেই রেখেছি আঁধারে দাওগো আলো।
-------------- -------------- --------------
১৬/০৪/২০২০, ০৩/০১/১৪২৭, বৃহস্পতিবার, সকালঃ০৮ঃ৪৬ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.
** প্রথম লাইনটা শোভা'র একটি পোষ্টে পড়ে মনে দাগ কাটে তাই তার লাইনটা ঠিক রেখেই এ লেখাটুকুর প্রয়াস।