থাক তবে দরবার চলো ফিরি ঘরে,
কিংকর্তব্যবিমূঢ় সব বাজার দরে!
কারো কিছু নেই করা কোন দায়ভার,
ইচ্ছেখুশী চলছে তেলের কারবার।
পাতি নেতা ছাতি ধরে পার পেয়ে যায়,
আম জনতা নুন পেতে পান্থা ফুরায়।
তবু দেখি স্বহাস্যে নেতা বিড়ি ফুকায়,
মামার জোরে নামী দামী গাড়ী হাঁকায়।
লজ্জারও সীমা থাকে সে সব পেরিয়ে,
থলের বিড়ালটাও আসে যে বেরিয়ে।
তবু তাদের গায়ে নেই কোন কলঙ্ক
এই দেখে সব লোকের বাড়ে আতঙ্ক!
কাঁঠালের পাতাগুলো থাকলো বরাদ্দ,
মোটাতাজা পাঁঠাগুলো হবে ঠিক জব্দ!
--------------- ০ ------------------
২০ ফেব্রুয়ারী ২০২২, ৭ ফাল্গুন ১৪২৮, রবিবার, সকাল:০২:০০, কাব্যকুন্জ, নারায়নগন্জ।
(স্বত্ত সংরক্ষিত)