চারিপাশে কেউ নেই আশ্বিনের রোদে একলা দাঁড়িয়ে মেয়ে,
স্কুল ছুটি অপেক্ষায় রয়েছে সে প্রেম পিয়াসী দৃষ্টি বিছিয়ে।
ব্যার্থ দৃষ্টি ফিরে আসে অনিবার বাগান বাড়ী পথ পেরিয়ে,
তবু মেয়ে রোদে পোড়ে জানে না সে অন্য মেয়ের সাথে চৃুটিয়ে-
প্রেমে মত্ত প্রিয়জন ফাষ্টফুড দোকানে পর্দা টেনে আড়ালে।
দরদর ঘাম ঝরে অন্তর্বাস উপতক্যায় কস্তুরীঢালে।
শাপলার পাপড়িতে শিশিরের মত সঞ্চিত অমৃতসুধা,
মনে কেন দাগ ফেলে ভ্রমরের ব্যর্থ-বিলাস তৃষ্ণা ও ক্ষুধা!
সাদা বক উড়ে যায় বালিকার উত্তরীয়ায় দেয় সে নাড়া,
পানকৌড়ি ডাক দেয় আচমকা মনের বিলে অচিন সাড়া।
মাধবীর ডালে ডালে লালসাদা ফুলের মেলা বুকের মধ্যে-
ডেকে ওঠে বউ কথা কও পাখী সহসা নামে তিমির সন্ধ্যে।
বাঁশরীর সুরে কৃষ্ণ ডাকে রাধা; মন উতলা সে বিরহিনী,
প্রেমিকরা জানে নাতো প্রেমিকাও কখনো হয় যে অভিমানী।
--------------------- ০ ------------------------
২১ সেপ্টেম্বর ২০২১, ৬ আশ্বিন ১৪২৮, মঙ্গলবার, দুপুর:১২:১৪ মিনিট, কাব্যকুঞ্জ।
(স্বত্ত্ব সংরক্ষিত)