আর কতোবার ইন্না-লিল্লাহ বলতে হবে!
কতো মিথ্যে শান্তনায় মনকে বুঝাতে হবে, এইতো আর ক'দিন-
পৃথিবী সুস্থ হবে; সবাই ফিরে পাবো নতুন সকাল সুখের জীবন,
সব ঠিক হয়ে যাবে বিশ্বাস রাখো মনে।
আর কতো চাল-ডাল, তেল-নুন চোর দেখতে হবে,
'মায়ের কানের সোনা চুরি করে স্বর্ণকার' শুনেছি বয়স্কজনের মুখে,
মায়ের পরনের কাপড়ও কি খুলে নিবার পায়তারা করে বেহায়া মীরজাফর!
অনিয়ম নিয়ম হয়ে যাচ্ছে বুদ্ধিজীবীর নির্বুদ্ধিতায়।
আর কতোটা বিভৎসতা দেখতে হবে!
লাশ দেখে দরজায় খিল আঁটে স্ত্রী-পুত্র, মা-বাবা, প্রিয় পরিজন!
জায়গা মিলে না জন্মস্থানে শেষ সৎকারের মুখ ফিরিয়ে নেয় স্বজন!
মায়ার পৃথিবীতে মায়াহীন হচ্ছে মানুষ!
আর কতো বিদেহী আত্মার শান্তি কামনায় অবনত থাকতে হবে দরজায়!
কতো চোখের জল ঝরলে কেটে যাবে মন্বন্তর মহামারীর কালো ছায়া!
--------------------- ---------------------
১২ই জুন ২০২০, ২৯শে জ্যৈষ্ঠ ১৪২৭, শুক্রবার, দুপুরঃ ১২ঃ২৫ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.