এই জন্মেতো আর হলো না,
দুঃখগুলো কষ্টগুলো বুকের মধ্যে শেওলার মতো
শেকড় গেড়ে উঠছে বেড়ে; জলজ খেলায় ভাসায় ডুবায়,
আঁতুড় ঘরের নাড়ী কাটায় হাসায় কাদায় অবলীলায়।
এই জন্মেতো আর হলো না,
আর জন্মে কি হবে তা এই জন্মে কেউ বুঝতে পারে না
হয়তো এমন কষ্ট এবং নষ্ট ফুলে মালা গেঁথে কাটবে বেলা।
কিম্বা বুকের খাজে পাঁজরভাজে জন নেবে স্নিগ্ধ ভালোবাসা।
এই জন্মেতো আর হলো না,
সূর্য ডোবার পালা এখন অন্ধকারে হারিয়ে যাবো সাঁঝবেলা,
চাঁদের আলো পৌঁছাবে না, চাঁদ ছুঁতে আর দৌড়াব না।
নদীর ওপার কে আসে যায়, কুলে বসে আর দেখব না।
এই জন্মতো ফুরিয়ে গেল জীবনটাকে দুঃখ কষ্টের এক যাঁতায় পিষে,
ভালো মানুষ আর হবো না; আর জন্মে খুব হিসেবী এক প্রেমিক হবো।
--------------------- ---------------------
০৫ই জুলাই ২০২০, ২১শে আষাঢ় ১৪২৭, রবিবার, সকালঃ০০ঃ০৮ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.