নিদানের নদীতে সাঁতার দিয়া, কুলে
যদি দেখ বিরান পাথার, বুঝে নিও
যারা ছিল আশেপাশে, অপর তারাও-
দুঃসময়ে মুখ ফিরায় যায়ও ভুলে!
আপন কারে ভাবো, বাগান ভরা ফুলে-
দিনরাত ওড়ে প্রজাপতি, ভোমরাও।
মধু নিয়ে ঢালে বিষ সুযোগে ওরাও,
নিপুণ নখের ধারে কেউ নেয় তুলে।
সুবাস ফুরালে পরে পথে ছুড়ে ফেলে,
এটাই বাস্তব, বেশী আশা করা ভুল-
সময় বেঁধে দেওয়া প্রতি পথে ঘাটে।
সীমানা প্রাচীর ভেঙ্গে কোনদিকে গেলে,
আশ্রয় যায় না পাওয়া, মেলে না কুল-
ফুরায় পূণ্য সঞ্চয় যা, থাকে না গাঁটে।
-------------- -------------- --
২৯/১১/২২০১৯, শুক্রবার, সকালঃ০১ঃ৪২ মিনিট
Unauthorized use or reproduction for any reason is prohibited.