( কবি Himadri Barua দাদাকে)
।
সেইতো নাচে গানে তালে তালে তাল-বেতাল জীবন,
এখানে যারাবর মন এসে হাসে কান্দে যেন সারাক্ষণ।
সহনশীলতার নীল আঁচলে কৌশলে কষ্টকেই আড়াল,
দুঃখকে পুনর্বিন্যাস করি আর ধুয়ে ফেলি সব জঞ্জাল!
মশা নয় শুধু দাদা আরোতো কারো মুক্তো দাঁতের দাগ,
লেপ্টে থাকে ঠোঁটে, চিবুকে, গলায় স্মরণীয় অনুরাগ!
-------------------------- -------------
৩রা মার্চ ২০২১, ১৮ই ফাল্গুন ১৮২৭, ১৮ই রজব ১৪৪২, বুধবার, দুপুর:০২:০৭ মিনিট, ঢাকা
Unauthorized use or reproduction for any reason is prohibited.