কোনদিন দৈবক্রমে দু'জনে দেখা যদি হয় আবার,
কথা হবেই পরাণ খুলে, প্রয়াস কৌতূহল মিটাবার।
।
অনন্ত পথ বন্ধু বন্ধুর, দুর্গম অতিশয়; কৃতকর্মগুণে,
হয় না চলে যাওয়া, অমরতা স্মৃতিভারে জনে জনে।
।
সার্থক কেউ কেউ সে কথা শুনি; সফল সবাই নয়,
জীবন ফুলশয্যা নয়, যাপিত জৈবিক তাড়নাময়।
-------------- ---------------- -----------
০৩/১০/২০১৮, শনিবার, সকালঃ০৭ঃ৩১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.