থাক তবে ফোটা ফুল যত ভুল সব,
যদি পাই শুধু ঠাঁই ও চরণ তলে।
কিবা চাই এর বেশী কিবা অনুভব,
কৃপা যাচি স্নান হোক উষ্ণ পূণ্য জলে।
এই হাতে রাখো হাত প্রিয় প্রাণ নাথ,
হাসি খুশী সুখ দুঃখে পাশে যেন পাই।
দিবা নিশি স্বপ্ন সাধে থাক পথে সাথ,
পূর্ণ হলে ইচ্ছে ডালি তবে যেন যাই।
ভবে এসে সব নিয়ে দেই নাই কিছু,
জন্মকালে কিবা ছিল ধন, মূল বিত্ত!
দিলে মন, কতো ধন: শত কষ্ট পিছু,
ভরে নাতো ধনে মানে গুণে এই চিত্ত।
এত কেন দিলে আশা, পূর্ণ নাহি হয়,
যত পাই ততো চাই লোভে সব লয়!
---------------------------- ০ ----------------
২৫ ফেব্রুয়ারী ২০২, ১২ ফাল্গুন ১৪২৮, শুক্রবার, সন্ধ্যা:০৭:০৭, কাব্যকুঞ্জ, নারায়নগঞ্জ।
(স্বত্ত সংরক্ষিত)