কি সব হয়ে যাচ্ছে আবোল-তাবোল ছাইভষ্ম,
ঘুম ভেঙ্গে উঠে ফের ঘুমানো পর্যন্ত দূর্ভাবনায়
কেটে যায় সোনালী সময়!
অনন্ত পথের যাত্রা ফুরায় না, মিলে না গন্তব্য।
এমন যাত্রা কি কেউ দেখেছে কখনো; জীবন্মৃত
অচলায়তন জীবন! অনাকাঙ্খিত দূরাশার ঢেউ
ভাসিয়ে নেয় স্রোতের তোড়ে!
নিরঙ্কুশ স্বপ্নগাঁথা ভুলে জীবন চলে অন্ধকারে!
ণীরূ, দরোজার পাশে দাঁড়িয়ে কি দেখে তাকিয়ে,
নিষ্পলক দৃষ্টি তার বিছিয়ে রাখে সবুজ গালিচায়;
বুকের দুয়ার তারও খুলে যায়,
অতিথী আসবে বলে এবার নতুন জীবন বসন্তে।
উভয়সঙ্কট কাটে না তবু মিটে না পরাণের আশা,
বলবার থাকে না কিছু হারিয়ে যায় সকল ভাষা।
------------------ ০ ----------------
৩০ জুলাই ২০২২, ১৫ শ্রাবন ১৪২৯, ৩০ জিলহজ্ব ১৪৪৩, শনিবার, দুপুর: ০২:২০, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)