সীমানা উপেক্ষা করে চর দখলের মত লাঠিয়ালীতে
মন দখলে কোন মোহান্ধতা নেই-
বিশ্বাস নেই পেশীশক্তির প্রেমে,
জানো তবু টোপ দিয়ে বার বার যাচাই করতে চাও।
সামান্য বিষন্নতার বিপরীতে মন ভালো করে দেওয়ার
তেমন কোন কৌশলই জানা নেই-
অভিমানী মনের কাছে চিরকাল,
বন্দি হাজতীর মত নতজানু; তবু মন পাওয়া যায়নি।
হুডখোলা রিক্সায় পাশাপাশি বসে, সন্ধ্যার অন্ধকার
গায়ে মেখে ঘরে ফেরা পাখির -
ক্লান্ত পালক ঝরে পড়া মুহুর্ত,
অবিরাম স্মৃতি ঝুলে আছে রহস্যাতীত তৃতীয় চোখে।
কখনো জানা যায়নি অতল রহস্যগহ্বরের সত্য ঠিকানা,
আঙ্গুলে আঙ্গুল গুঁজে চললেও অনেকে আপন হয় না!
-------------- -------------- --------------
০৪-০৫/০১/২০২০, রবিবার, সকালঃ০১ঃ৩৫ মিনিট, +(৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.