চাল ধোয়া জলের মত নিংড়ে ফেলে দেওয়া হচ্ছে,
স্বপ্নের শরীর থেকে অবাঞ্ছিত রসকষটুকু-
হলুদ পাতা, পোড়া নিঃশ্বাস, নিবিড়ালিঙ্গনের তরল মোহাবিষ্টতা!
চুমুকে চুমুকে পান করা হচ্ছে সবটুকু অবশিষ্ট সৌন্দর্য।
বাকী থাকছে না কোন কিছু আলো-অন্ধকার!
বোধটুকু শেষ হয়ে গেলে মানুষ আর মানুষ থাকে না কোনভাবে!
----------- ------------
৮ই অক্টোবর ২০২০, ২৩শে আশ্বিন ১৪২৭, ১৯শে সফর ১৪৪২, বৃহস্পতিবার, সকালঃ০১ঃ১৪ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.