০১.
মানুষ মানুষ করে মানুষ হুশ হারা,
নিজেই বুঝে না মানুষ মানুষ কারা!
।
।
০২.
কিছু কিছু মানুষের পশুত্ব
পশুকেও হার মানায়।
জানি নাতো কে কোন দলভুক্ত!
কিভাবে যে খেলে বেড়ায়!
।
।
০৩.
এতোটা বিশ্বাস করা যাবে না
যদি ঠিক বুঝতে পারতাম,
অতোটা বিশ্বাস করে সত্যিই
এই বুকে কি আর টানতাম!
।
।
০৪.
নিজেই সর্বশ্রেষ্ঠ ধারার প্রাণীগুলো
নিজের জন্য যেমন খুব ভয়ংকর,
সমাজে অন্যদের জন্য তার চেয়েও
অনেক বেশী বিষাক্ত এবং ক্ষতিকর!
।
।
০৫.
ওই বুকে হাত রেখে বলতে পারবে?
ভালোবাসনি অন্তর থেকে কোনদিন!
কেন তবে বিশ্বাসের ভিত ভেঙ্গে দিয়ে,
এতোটাই হয়ে গেলে অমিত্র অচীন!
।
।
০৬.
টেনেটুনে পাশ করা ছেলেমেয়েগুলোই পরবর্তী জীবনে বাঘা বাঘা মেধাবী মানুষগুলোকে নিয়ন্ত্রন করে, আর ক্ষুধা লাগলেই তাদের মাথাগুলো চিবিয়ে খায়। সে জন্যই মূলতঃ জাতি মেধা শূণ্য হয়ে পড়ে।
।
মেধা শূণ্য জাতির জীবনে শৃঙ্খলা, সুখ, শান্তি অবাঞ্চিত!
-------------- --------------
২৮/০৪/২০১৯, রবিবার সারা দিন রাত, (+৬)
Unauthorised use or reproduction for any reason is prohibited.