অকারণ-ই মাঝে মধ্যে কোন কারণের জন্ম দেয়,
দুধের শিশুর মত খুব ধীরে ধীরে বেড়ে ওঠে স্বপ্ন।
চিন্তার ভ্রূণ খোসা বদলায় মাঘী পূর্ণিমার উঠোনে,
শিশির শুকায় ফুলেরা ঝরে সব-ই তুচ্ছ অকারণে!
ওই দ্বিখণ্ডিত শরীরও হা করে আজন্ম চাতকতৃষ্ণায়,
অকারণ দহনে যদিবা বোশেখী দু'এক ফোঁটা পায়!
-------------------------- -------------
২রা মার্চ ২০২১, ১৭ই ফাল্গুন ১৮২৭, ১৭ই রজব ১৪৪২, মঙ্গলবার, দুপুর:১২:১২ মিনিট, ঢাকা
Unauthorized use or reproduction for any reason is prohibited.
কৃতজ্ঞতা: অনুজ প্রতিম কবি প্রদীপ আশরাফ