সেখানে এখন বাদুড়ের ওড়াউড়ি,/
ঝাক ঝাক কবুতর উড়ে গেছে উৎপাত সইতে না পেরে নিরাপদ নিরুৎপাত আশ্রয়ে!/
অহঙ্কারী আভিজাত্যরা মুখ থুবড়ে পড়ে আছে চোখের সামনে বাদুড়বিষ্ঠাবৃত সিঁড়িপথে।/
আহা কৌলিন্য! আভিজাত্যের গর্ব!/
কালের করাল থাবায় ভেসে গেছে বিকলাঙ্গ প্রতিবন্ধী চিন্তা চেতনা; স্বার্থবাদী সমাজ ব্যবস্থা।/
খসে পড়ছে দালানের ইট-খোয়া, দরজা-জানালা; তবু মেরামত হচ্ছে না বিবেক মানবিকতা!/
------------------- -----------------
৩০শে আগষ্ট ২০২০, ১৫ই ভাদ্র ১৪২৭, ১০ই মহরম ১৪৪২, রবিবার, সকালঃ০৯ঃ০১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.
** / চিহ্নটি লেখার সাথে অসম্পৃক্ত, শুধুমাত্র ছত্র বুঝাতে ব্যবহৃত হয়েছে।