ভালো না থাকলেও, ভালো আছি,
এই মিথ্যে কথাটা বলার অভ্যেস হয়ে গেছে।
অগত্যা বলতে হয় এই আর কি-
যারা শুনতে চায় এবং মিথ্যে শুনেও খুশী হয়।
শেষবার যাদের সঙ্গে দেখা হলো,
একদল যাত্রী শাদা শাদা মেঘের ফাঁকফোকরে-
অমাবস্যার চাঁদ যেন উঁকি দিয়ে,
ধীরে ধীরে মিলিয়ে যায় কোন অন্ধকার সুড়ঙ্গে।
তাদের আর খোঁজটুকু মিলে না,
শুধু অবসরে চোখের সামণে ঘোলা ঘোলা ভাসে।
জাবর কাটার মতো সময় কাটে,
জীবনও বয়ে যায় মরা নদীর ক্ষীণ স্রোতের মতই।
এই সত্য-মিথ্যে নিয়ে কারো কিছু যায় আসে না,
সে কথা জেনে এবং বুঝেও এ-সব বলতেই হয়।
---------------------- ০ ------------------
২১ ডিসেম্বর ২০২, ৬ পৌষ ১৪২৮, মঙ্গলবার, সকাল১১:৫৭, কাব্যকুঞ্জ
(স্বত্ত সংরক্ষিত)